Saturday, December 3, 2016

\\\ রহি চির ধন্য //// Rohi Chiro Dhonyo \\\\
(8)
💝❤️💛💚💙💜💖💝❤️💛💚💙💜💖💝❤️💛💚💙💜💖💝❤️💛
প্রভুর সাথে ছিল যত মনের কথাবার্তা, তিনিই এক পরম বন্ধু I এমন এক বন্ধু বিশ্বে 
বিরল I একবার উনাকে বলেছিলাম -"ঠাকুর তোমার কাছে যে জীবনে কত পেয়েছি,তাঁর 
তো কোন সীমারেখাই নেই I আমি কি তা ভক্তির দ্বারা ফেরত দিতে কোনদিন সক্ষম 
হব?" উত্তরে বলেছিলেন - "সুমুদ্রে কিছু ফেললে তা নিজের কাছেই ফেরত আসে I" 
**** রহি চির ধন্য ****
হে স্রস্টা তুমি যে মোর লক্ষ জনমের মিতা 
তব সনে মো চিরন্তন অটুট সূত্রে গাঁথা 
ত্বম্ শ্রীচরণেতে জানাই মম অশেষ কৃতজ্ঞতা 
এই অনিত্য জগৎ ভোগ বিলাস,আমোদ,আল্লাদে পুঞ্জিত 
তবু রহি যেন সকল জাগতিক ব্যবস্থায় অনাসক্ত 
কেবল চক্ষে তব স্বপ্ন লয়ে রূপকথার রাজ্য পর্যটন করিতে দিও 
রহিব অমারজনী হইতে পূর্ণেন্দুতে হাস্য যুক্ত 
ওগো প্রভু মম রিঝ রেখো না যেন রিক্ত
কভু চুপি চুপি মনোরথে চলে এসো হে প্রিয় 
মোর অন্তরে প্রবেশ করিয়া সুমিষ্ট বাঁশরী শুনাইও
রাখিও মন মম সদা ক্রিয়াসক্ত 
তব শ্রীপদ-সেবায় রাখিও মোরে নিযুক্ত 
ধারণ করণে ত্বম্ চরণ-স্বর্ণ-রেনু মম মস্তকে 
যেন সুগন্ধি-যূথীর ন্যায় বিলাই সুরভি,সর্বত্রে অবিশ্রান্ত 
মোর মনের আঁধার যেন ঘুচায়ে দিও 
অন্তর-আধার-পাত্র মম রাখিয় আলোক-ঔজ্জ্বল্য 
হে পহুঁ ! তব শ্রীচরণধানীতে মোরে জীবন যাপন করাও 
রামায়ন,মহাপুরাণ,বৈদান্তিক মতে মহাতপায় তব দাসত্বে মজিব 
হে মিতা ! তব মিঠা অস্তিত্বে তব আবাসে মোর সনে,তুয়া আরো ঘনিষ্ঠ 
মিতালী গড়িও I I
মো - আমি  
স্রস্টা - সৃষ্টিকর্তা 
মিতা - বন্ধু 
চিরন্তন -চিরকাল 
অনাসক্ত - নির্লিপ্ত 
পুঞ্জিত - সঞ্চিত 
অমারজনী - অমাবস্যা
পূর্ণেন্দু - পূর্ণিমা তিথির চন্দ্র 
রিক্ত - খালি ; নিঃস্ব 
মনোরথ - অভিলাষ ; বাসনা ; মনোস্কাম 
রিঝ - (ব্রজবুলি) হৃদয়
ক্রিয়াসক্ত - কর্মে অনুরক্ত  
মস্তকে - মাথা ; চূড়া  
ধানী - স্থান ; রাজধানী  
আলোক - জ্যোতি  
ঔজ্জ্বল্য - দীপ্তি ; উজ্জ্বলতা  
পহুঁ (ব্রজবুলি ) - প্রভু  
মহাতপা - মহাতপস্বী  
মজিব, মজে যাওয়া - নিমজ্জিত ; বিমোহিত  
আবাস - বাসস্থান 
তুয়া - তুমি  
মিতালী - বন্ধুত্ব 

💝❤️💛💚💙💜💖💝❤️💛💚💙💜💖💝❤️💛💚💙💜💖💝❤️

No comments:

Post a Comment