পিঞ্জরের একটি পাখী ///// Pinjorer Ekti Pakhi \\\\\\
🍃🌸♥️🍃🌾💮🌻⚘💜🌿🙏🏼🍃🌸♥️🍃🌾💮🌻⚘💜🌿🙏🏼🍃🌸♥️🍃🌾💮🌻⚘💜🌿🙏🏼
শ্রীশ্রী গুরুদেবকে একবার বলেছিলাম -" ঠাকুর তুমি যেদিন এই পৃথিবী হতে প্রস্থান করবে সেদিন আমায় সঙ্গে করে নিয়ে যেওI " উত্তরে বলেছিলেন - " না গো,তখন অভ্যাস হয়ে যাবে I" সেই সময় ভেবেছিলাম, ঠাকুর দুই ছেলে দিয়েছেন মানুষ করতে, ওদের যখন উপযুক্ত বয়স হবে তখন আমার প্রাণপাখী পাখনা মেলে উড়ে চলে যাবে ঠাকুরের সাথে ওই দূর দিগন্ত পারে I
(9)
\\\\ পিঞ্জরের একটি পাখী ///// Pinjorer Ekti Pakhi \\\\\\
হে প্রভু ! রাখিও মোরে এক পিঞ্জরে তব পোষা গীতালি-পাখী রূপে
রহিব সেথায় তব বাৎসল্যের বন্ধনে
তখন শ্রবণ পঠন করাও মোরে,হরেকৃষ্ণ মন্তরে
আমি-পক্ষপুট হইলে দিও জলখাবারে ভক্তি-দানা প্রাতে ও বৈকালে
রবো হৃষ্ট,পুষ্ট,সুষ্ঠু তব কমনীয় হাতের পালন পোষণে
চাবিকাঠিতে রেখো মোরে আবদ্ধ তব হস্তে
রহিব তব সনে নিভৃতে
তোমা হতে দূরে মুক্ত হয়ে ডানা মেলে দিওনা যেতে মোরে উড়ন্তে
রেখো মোরে এক রেশমী ডোরির টানে তুহার সনে
উপলব্ধি করিব তোমারে মম অন্তর মন্দির স্থলে
তব ঐন্দ্রজালিক বন্দোবস্তে রেখো মোরে বন্দিনী করে
মুগ্ধ নয়নে তব পানে দিবারাত্রি রহিব চেয়ে
আঁখিপাতে আনন্দ অশ্রু নিয়ে
হে শ্রীপতি ! হবে মোর আরো শ্রী-বৃদ্ধি নিত্য তোমারে গড়-নমস্তে
মোর পাখনা-পালক হবে মখমলী কোমল,তব শ্রীপাদপদ্ম পূজনে
কুহু ডেকে শ্রীমদ্ ভাগবত পড়ে মোর ওষ্ঠ আরো রাঙ্গা হয়ে উঠেবে
হে শ্রীশ ! তখন শিস দিয়ে গাইব,আহ্লাদে তব জয়-গীত বিভোর হয়ে
মো পাখি,তব প্রতি বিন্দু চরনামৃতের নেশায় মত্ত হয়ে করব নৃত্য তব শ্রীভবনে
তুহার চরণ-চন্দন মেখে,তাতে গড়াগড়ি দিয়ে,তব চন্দনটি উঠব হরেকৃষ্ণ-গেয়ে
গান গেয়ে গেয়ে তব প্রাসাদপুরীতে রহিব চির শান্তি-চয়েনে
নিজ করুণায় তখন দিও ডানা দুটি মোর রঙিন করে
রামধনুর-হরেক রঙের উচ্ছলে
সেই রংবেরঙের ডানার পাখায় রাখব শীতল তোমারে গ্রীষ্মের তাপ হতে
ওই শুভস্থলে রহিব ক্ষণজন্মা হয়ে তোমার চরণপঙ্কজ যুগল আলিঙ্গনে
ভবিষতে ভবসাগর সন্তরণে যাই যদি কখনও তব চিদানন্দ উল্লাসের জগতে
মো চিদাভাস চাইব তব সঙ্গ সুখে দিবানিশি পাইবারে
হে চিদানন্দ রহিতে দিও মোরে তব চরণ ধরিয়া সানন্দে II
গীতালি - সংগীত প্রেমী
শ্রবণ - শোনা
পঠন - পাঠ
মন্তর - মন্ত্র
বৈকালে - বিকাল ; অপরাহ্ন
বাৎসল্য - মাতা ও সন্তানের মধ্যে প্রবাহিত স্নেহ
শ্রীপতি - ভগবান শ্রীবিষ্ণু
ঐন্দ্রজালিক - জাদুকর;কুহকী
পক্ষ - ডানা
পক্ষপুট - পক্ষরূপ আধার
সুষ্ঠু- অতিশয় সুন্দর ; ত্রুটিহীন
নিভৃতে - বিজনে ; গোপনে ; নিঃশব্দে
মো - আমি
ডোরি - দড়ি
লালিমা - রক্তিম আভা
ক্ষণজন্মা - ভাগ্যবান্
শ্রবণ - শোনা
পঠন - পাঠ
মন্তর - মন্ত্র
বৈকালে - বিকাল ; অপরাহ্ন
বাৎসল্য - মাতা ও সন্তানের মধ্যে প্রবাহিত স্নেহ
শ্রীপতি - ভগবান শ্রীবিষ্ণু
ঐন্দ্রজালিক - জাদুকর;কুহকী
পক্ষ - ডানা
পক্ষপুট - পক্ষরূপ আধার
সুষ্ঠু- অতিশয় সুন্দর ; ত্রুটিহীন
নিভৃতে - বিজনে ; গোপনে ; নিঃশব্দে
মো - আমি
ডোরি - দড়ি
লালিমা - রক্তিম আভা
ক্ষণজন্মা - ভাগ্যবান্
শ্রীশ - ভগবান শ্রীবিষ্ণু
চয়েন - আরাম আমোদ আয়েশ
উচ্ছল - উথলিয়া উঠিয়াছে এমন
সন্তরণ - সাঁতার ; পারগমন
চিদানন্দ - চৈতন্য ও আনন্দের স্বরূপ যিনি
চিদাভাস - চৈতন্যের ছায়া স্বরূপ জীবাত্মা
চয়েন - আরাম আমোদ আয়েশ
উচ্ছল - উথলিয়া উঠিয়াছে এমন
সন্তরণ - সাঁতার ; পারগমন
চিদানন্দ - চৈতন্য ও আনন্দের স্বরূপ যিনি
চিদাভাস - চৈতন্যের ছায়া স্বরূপ জীবাত্মা
*************
🍃🌸♥️🍃🌾💮🌻⚘💜🌿🙏🏼🍃🌸♥️🍃🌾💮🌻⚘💜🌿🙏🏼🍃🌸♥️🍃🌾💮🌻⚘💜🌿🙏🏼
No comments:
Post a Comment