***Choron Monche Tulshi ***চরণ মঞ্চে তুলসী
(7)
শ্রীশ্রীগুরুদেবকে একটি আন্তরিক বাসনা জানিয়েছিলাম I যদি এই জীবনের পর আবার এ পৃথিবীতে
ফিরতে হয় যেন দেহ ধারণ না করে তুলসী গাছে প্রাণ পাই (টেপে তোলা রয়েছে এ কথার উত্তর
প্রভুর মুখে) I এক সময় খুব সাজতে ভালবাসতাম I নিছক সৌন্দর্য ও পরিপাটি আমার কাছে খুব
রুচি সংগত সব সময়ই I কিন্তু যত প্রচেষ্টায়ও যেন সাজ কখনও মনের মত হোতনা I তাই আপন
মনে হেসে ভাবি,যদি প্রভুর শ্রীচরণে কভু তুলসীর স্থান পাই তবেই এ সাজ পূরণ হবে I
\\\\ চরণ মঞ্চে তুলসী ////
গড়েছি এক বাসনা, মম অন্তরে
(7)
শ্রীশ্রীগুরুদেবকে একটি আন্তরিক বাসনা জানিয়েছিলাম I যদি এই জীবনের পর আবার এ পৃথিবীতে
ফিরতে হয় যেন দেহ ধারণ না করে তুলসী গাছে প্রাণ পাই (টেপে তোলা রয়েছে এ কথার উত্তর
প্রভুর মুখে) I এক সময় খুব সাজতে ভালবাসতাম I নিছক সৌন্দর্য ও পরিপাটি আমার কাছে খুব
রুচি সংগত সব সময়ই I কিন্তু যত প্রচেষ্টায়ও যেন সাজ কখনও মনের মত হোতনা I তাই আপন
মনে হেসে ভাবি,যদি প্রভুর শ্রীচরণে কভু তুলসীর স্থান পাই তবেই এ সাজ পূরণ হবে I
\\\\ চরণ মঞ্চে তুলসী ////
গড়েছি এক বাসনা, মম অন্তরে
করেছি প্রার্থন প্রভুর নিকটে
মনের কোণে চুপিসারে বনানী-বনে
ধরাধামে অবতীর্ণ হবেন প্রভু যখনই যুগে যুগে
যেন তুলসী রূপ ধারণে রহি তাঁর ঐশ্বরিক চরণে
তখন যেন জন্মি,গোলক বৃন্দাবনের নিধু তুলসী বনে
মনোরমা বৃন্দাদেবীমায়ের শ্যামলিমা কোলজুড়ে
বৃন্দামাতার ক্রোড়ে রহিব ক্রীড়া কারণে রোদ্দুরে বরিষণে
ভাগ্য বসত রাধা-কৃষ্ণের যুগল-মূর্তির শ্রীচরণকমলে ঠাঁই মিলিলে
প্রভুর শ্রীচরণ করব শীতল,আপন সবুজ-কিশলয়-তুলসী দিয়ে
সেই ফাঁকে নেব সেজে প্রভুর চরণ-চন্দন-সুগন্ধি মেখে
কৃষ্ণ-সুবাসিত হয়ে রহিব মন-ভরে তাঁর চরণ-মঞ্চ আগলে
পাইব অমৃত-পানক তাঁর সুস্বাদু চরণামৃতে
ওই প্রাপ্তিযোগে রহিব রঙ্গরসে অফুরান আহ্লাদনে
যেহেতু পত্র প্রকৃতিগত,ঝড়ব পড়ব খেলার ছলে,উড়ব পবনে
ফের তৎক্ষণাৎ,লক্ষভ্রষ্ট হওয়ার ডরে আসব তড়িঘড়ি তাঁর সন্দর্শনে
আবার হইব আলিঙ্গিত-বেষ্টিত তাঁর চরণ-বন্ধনে
এই ভাবে কাটবে দিনগুলি রঙ্গভূমিতে তাঁর স্নেহাস্পদ-চরণে II
শেষে,ভবপারে ডাক পরলে,সুসম্পন্ন করে মোর তীর্থ পৃথিবীতে
তাঁর লীলা সমাপ্তিতে,চলে যাব তাঁর সনে ফিরে,যমুনা তরঙ্গে ভেসে
ফের পদার্পণ করতে হয় যদি ধরিত্রীতে তাঁর পুনরাগমনে
প্রার্থনা রাখি,প্রভুর সম্মুখে,সহস্র কোটি প্রণামে
তরুণী-তুলসী বেশে ফিরি যেন,তাঁর সঙ্গে মিলন-বেলার তরে
তাঁহার শ্রীচরণ লোলুপে বারে বারে,বৃন্দারানীর দেশে
শ্রীপ্রভুর নিত্য নতুন সেবার গরিমায় আনন্দে হেসে হেসে
শিশির ভেজা প্রাতের অনুরূপ বিশুদ্ধ হয়ে জন্ম জন্মান্তরে
না এসে নর-নারী অঙ্গে আসি যেন সবুজাভ তুলসী রঙ্গে
জনমে জনেমে তাঁর চরণকমল উপলবদ্ধি করণে II
সংগত - উপযুক্ত
প্রচেষ্টা - প্রয়াস
পূরণ - পূর্ণ
প্রার্থন - প্রার্থনা
মনোরমা - তৃপ্তিপ্রদ ; মনোহর
শ্যামলিমা - সবুজ
ক্রীড়া - খেলা ; আহ্লাদ
কিশলয় - গাছের কচি পাতা
সন্দর্শন - সম্পূর্ণ দর্শন
রঙ্গভূমি - জগৎ-নাট্যশালা
স্নেহাস্পদ - স্নেহভাজন
সুসম্পন্ন - উত্তম রূপে সমাপ্ত
ভবপার - সংসার সমুদ্র উত্তরণ
তরঙ্গ - ঢেউ
পদার্পণ - প্রবেশ ; উপস্থিত হওয়া
পুনরাগমন - আবার ফিরে আসা
লোলুপ - লোভ
গরিমা - গৌরব
সবুজাভ - সবজে ; শ্যামলাভ
প্রচেষ্টা - প্রয়াস
পূরণ - পূর্ণ
প্রার্থন - প্রার্থনা
মনোরমা - তৃপ্তিপ্রদ ; মনোহর
শ্যামলিমা - সবুজ
ক্রীড়া - খেলা ; আহ্লাদ
কিশলয় - গাছের কচি পাতা
সন্দর্শন - সম্পূর্ণ দর্শন
রঙ্গভূমি - জগৎ-নাট্যশালা
স্নেহাস্পদ - স্নেহভাজন
সুসম্পন্ন - উত্তম রূপে সমাপ্ত
ভবপার - সংসার সমুদ্র উত্তরণ
তরঙ্গ - ঢেউ
পদার্পণ - প্রবেশ ; উপস্থিত হওয়া
পুনরাগমন - আবার ফিরে আসা
লোলুপ - লোভ
গরিমা - গৌরব
সবুজাভ - সবজে ; শ্যামলাভ
**********
No comments:
Post a Comment