Monday, July 25, 2016

🌹🍀🌷🌱🌻🐚🍓💛💘💚🍇🌼🍁💜🌹🍀🌷 ///// একটি প্রসন্ন পুষ্প \\\\\ Ekti Proshonno Pushpo


🌹🍀🌷🌱🌻🐚🍓💛💘💚🍇🌼🍁💜🌹🍀🌷
(6) ///// একটি প্রসন্ন পুষ্প \\\\\   Ekti Proshonno Pushpo 
🌹🍀🌷🌱🌻🐚🍓💛💘💚🍇🌼🍁💜🌹🍀🌷🌱🌻🐚🍓💛💘💚🍇🌼🍁
প্রার্থনায় প্রভুর শ্রীচরণে দাসী বলে স্বীকৃত হই I উনি একবার এ কথা 
বলেছিলেন যে আমরা সকলে ভগবানের সাহায্যকারী I তাই প্রভুর কাছে
 আবেদন রাখি -"যেন হতে পারি তোমার দাসী কভু,যেমন দৃষ্টান্ত দিয়েছেন 
মীরাবাই I "
               ///// একটি 
প্রসন্ন পুষ্প \\\\\      
 হে নারায়ণ ! কোর মোরে একটি প্রসন্ন পুষ্প  তব উদ্যানে
রহিব ধর্মপরায়ণ ঢলঢল-ভক্তিরসে       
বাগিচা বিহরণে তুহুঁ আইলে দেখিব নয়ন মেলিয়া তুহারে 
তব চরণচিহ্ন রাখিব ম হৃৎ কমল 'পরে                                   
তুহুঁ স্নেহপরায়ণ,দিয়াছ ম জীবন সাজায়ে যতনে 
তাইতে কহি করিও নিজ গুনে বহাল একটুকু সুরভি মোরে
তব চরণছায়া তলে মোর রংচঙ্গা পাপড়িগুলি রহিবে  আমোদনে    
তব চরণ-সাকিন পদ্মমধ্য রহিয়া কৃতার্থ আপন কর্মে 
পাঠাইব দূর-দূরান্তে ম ফুলের রেনুর সনে
তব চরণ-মাধুর্য-বার্তা বহু অরণ্যকাননে  
ছড়ায়ে স্বর্ণাভ পরাগ,লিখব তব নাম রুপালি চাঁদের 'পরে 
ফুল
পাতার দোদুল্যমানে রাখব তব চরণ 
ঝুলনে দোলনে                     
মোর ভাবাবেশের সঙ্গে,লাগবে চটক অন্য ফুলরাশির কোমলাঙ্গে   
তাহাদের আপন বাহারিয়া রূপেতে
তাহারা সাজাইবে তুহারে নানান কুসুম শোভাতে                 
মধুযামিনী কাটবে তাদের নৃত্য-গীতে,তব মনোলোভা সঙ্গতে 
লুব্ধতায়
 সাজবে সহস্র পুষ্পডালি তব চরণ-শ্রয়ণ আনন্দ পাইবারে   
রহিবে ব্যস্ত সকল পুষ্পলতা,তব দর্শন মাঙ্গিতে পুষ্প-উৎসবে  
হইবে 
 উহারা ভুঞ্জিত তব চরণ সেবা করিবার তরে  
আমি রহিব হাস্যরসে উৎসাহিত করিতে দাসত্ব তব চরণ-রাজত্বে          
আনন্দমিলন আশে রহিব আজ হইতে দিন গুনে            
রাখিনু এই আবেদন তব নিকট জোড় হস্তে
কভু মোরে তব বাগানের 
কোর একটি প্রসন্ন পুষ্প ভবিষ্যৎ-তে 
হে নারায়ণ ! মো সেদিন হইতে রহিব নিশ্চিন্তে  II  
🌹🍀🌷🌱🌻🐚🍓💛💘💚🍇🌼🍁💜
উদ্যান - বাগিচা ; বাগান 
ঢলঢল -আবেশ ; বিভোর 
আমোদন - বিনোদন ; সুরভিত করণ 
কৃতার্থ  - ধন্য
বহাল - নিযুক্ত 
কানন - বাগান
স্বর্ণাভ - স্বর্ণের ন্যায় আভা 
বিহরণ - বেড়ানো 
দোদুল্যমান - যাহা দুলিতেছে
 কোমলাঙ্গ - নরম অঙ্গ
 মধুযামিনী -  মধুরাত্রি 
 ডালি  - ডালা  
সাকিন - ঠিকানা 
লুব্ধতা   -  লোভযুক্ত 
শ্রয়ণ  -  আশ্রয় 
ভুঞ্জিত   - ভুক্ত   
মো  -  আমি  
🌹🍀🌷🌱🌻🐚🍓💛💘💚🍇🌼🍁💜🌹🍀🌷🌱🌻🐚🍓💛💘💚🍇🌼🍁

No comments:

Post a Comment