Monday, July 18, 2016

🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀🍁🍂
আমার প্রানের ঠাকুর পরম শ্রদ্ধেয় শ্রীশ্রী গুরুদেবের শ্রীচরনকমলে 
প্রণাম নিবেদন করি I 
হে দীনবন্ধুআপনার শ্রীপাদপদ্মে,এ মন যেন চিরস্থায়ী হয় I
Shorol Mone ThakurKe 
Page 3 
   /////  তুহুঁ ম শ্রীহরি  \\\\\
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 

মোদের মাঝারে আইলে তুমি
কিন্তু, তুহুঁ  যে কে সে বুঝেছিনু গো শ্রীহরি !
চিনেছিনু গো তুহারে লক্ষীপতি-গগনবিহারী 
সেই বৃন্দাবনের কানাই যিনি বিপিনে বাজান মধুর বাঁশরি 
তুয়া মন হরণকারী করিলা তুহুঁ মনেরে চুরি 
দেখিয়া তোমারে সমন্ত্রক হইয়া রহি
জাগায়েছ হৃৎ-গহ্বরে ব্যাকুলতা তুহুঁ এমনি
তাইতে আইল এ কেমন তৃষ্ণা নাজানি
তোমার গমনে মন যে পাইল বেদনা,তা কেমনে সহি ?
কেননা,তুয়া কৃষ্ণ হইতে খৃষ্ট ! তাই তুহারে কহি 
দিও আর কিছু নহে কেবল শুদ্ধা ভক্তিখানি  
যে সদা তব জপমালা জপী  
লইয়া আইলে বেশ-বিন্যাস ঋষি  
দিলে রক্ষাকবচে দৈবমন্ত্র,পাইনু ঋদ্ধি 
গো শ্রীহরি ! পাইয়া তব সংহতি  
 মনঃঅন্দরে আলোক প্রাপ্তি 
তোমা কারণে মিলিল কুবেরের খনি 
তব রূপ বীক্ষণে বিমোহিত আমি 
গোপিনীদের তুমি রাসবিহারী অর্চিত 
আপন কৃপায় করো মোর চক্ষু উম্মীলিত 
দিও পাইতে তব দর্শন আনন্দ 
তুহুঁ মম শ্রীহরি নমস্য
মম মনকোকনদে বাসা বাঁধিয়
রাখিয় মোরে তুহার মালিনীর কাজে নিযুক্ত 
করিব যতনে তব পরিচর্যা নিত্য 
হে মম আরাধ্য II 
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷🌺🐚🌸🍀🍁
তুহুঁ - তুমি 
তুয়া - তুমি ; তোমার ; তোমাকে 
তুহার - তোমার
বিপিন - অরণ্য 
ঋদ্ধি - সমৃদ্ধি ; সৌভাগ্য 
সংহতি  - নিবিড় সংযোগ 
বীক্ষণ - বিশেষ ভাবে দর্শন 
সমন্ত্রক - মন্ত্রপূত
কোকনদ -রক্তপদ্ম 
হৃৎ - হৃদ্ ; হৃদয়
বিন্যাস  - সুন্দর ভাবে  
বিমোহিত - অভিভূত
অর্চিত  - পূজিত 
পরিচর্যা - সেবা ; পূজা
আরাধ্য - উপাস্য ; পূজিত
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷🌺🐚🌸🍀🍁

No comments:

Post a Comment