সরল মনে ঠাকুরকে
Shorol Mone ThakurKe
A-Joy Sree-Guru-Ashok Kumar Mukhopadhay
AJoy (Dutta) - My Revered Father
JoySree (Dutta) - My Revered Mother
Rev. Ashok Kumar Mukhopadhay - My Most Revered Spiritual Teacher Sree Guru-Hori-Hori-Guru
Blog Help ! ! Extended By - Rajeet Guha Sumantra Guha
Transliteration Help ! By - Rajdeep Guha
Page 1
//// পরিচিতি \\\\
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
পাঠক পাঠিকাদের কাছে প্রারম্ভেই উল্লেখ যোগ্য একটি বিষয় জানানো যথার্থ বলে মনে করিI যা এই বই লেখার সূত্রপাত I পরম শ্রদ্ধেয় গুরুদেব (শ্রীশ্রী অশোক কুমার মুখোপাধ্যায় মহাশয় ) ঠাকুর বলে সম্বোধিত I উনাকে একবার প্রশ্ন করেছিলাম এরকম~ "ঠাকুর শুনেছি মীরাবাই শ্রীকৃষ্ণর সম্বন্ধে লিখেছিলেন অনেক রচনা,গান গাথা ইত্যাদি I যদি এমন ইচ্ছে অন্য কারোর প্রাণে জাগে,সেও কি ওই রূপ লিখতে পারবে?" উত্তরে ঠাকুর বলেছিলেন-"উনি চাইলে কিনা হয় গো" I তাই তাঁরই অনুগ্রহে আজ এই পুস্তিকা রচিত হয়েছে I এই কালীন,এক বিস্ময়কর উপলব্ধি হয়েছিল I যবে থেকে গুরুদেব দেহ রেখেছেন উনার ছবির কাছে আমার অবসর সময় মনের সকল কথা ব্যক্ত করি I যখন শ্রী শ্রী ঠাকুরেরই ইচ্ছাতে পরিকল্পনা করলাম একখানি বই সূচিত করার ব্যাপারে,তখন মন খুলে ঠাকুরকে বললাম -"ঠাকুর এ বইয়ের জন্যে একটি নাম ভেবে নিয়ে আমায় জানাবে ?" এই আবেদন রেখে আমি ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই,ঠাকুরই যেন,মনে বলে দিয়ে গেলন এই কথা, "সরল মনে ঠাকুরকে" I বুঝলাম বইয়ের নামকরণ হল I আমি তখম বাকরুদ্ধ,স্তম্ভিত I নিমেষের মধ্যে ঠাকুর জানিয়ে দিলেন ! এ নাম আমার মাথায় কদাপি খেলতনা I সত্যি,আমি নিজেকে একটুও সরল বলে মনে করিনা I কখনো কখনো হেসে ভাবি বইয়ের নাম আমি নিজে দিলে বলতাম- 'গরল মনে বলছি' I জীবনে কত সময় কত ভুল ত্রুটি হয়েছে,কখনো রাগ,অভিমান এসব মনে স্থান পেয়েছে,তাই নিজেকে সরল বলি কি ভাবে ?তবে এ ও সত্যি এ জীবনে ছোট বড় অনেক ঘটনা বা অনুভূতি হয়েছে শ্রী শ্রী ঠাকুর ও তাঁরামাকে ঘিরে I সে কেবল সাক্ষাতেই বর্ণনা করা সম্ভব I এই অভিজ্ঞতা সুধু আমার একার নয় I আমার বহু গুরুবোন ও গুরুভাইয়েরা এ ধর্মীয় বোধ প্রাপ্ত I শ্রীরামপুর ঠাকুর-বাটিকায় আজও অনেক লোকাতীত দুর্লভ ঘটনা ঘটে I এ সকল ঘটনা সমূহের অনেক প্রতক্ষদর্শী রয়েছে I প্রভু তাঁর শিষ্যদিগের কাছে সর্বদাই নারায়ণ জ্ঞানে পূজিত I এ গ্রন্থ প্রভুর উদ্দেশ্যে বিনম্রে উৎসর্গ পত্র I প্রভুর কাছে রহি ত্রুটি মার্জনা প্রার্থিত,ক্ষমা ভিক্ষা
মাঙ্গনে I
প্রভু নমস্য,পূজনীয়,প্রণম্য
তিনি পরমেষ্ঠী -পরশমণি
তাঁর মন্ত্র পরম-ঐশ্বর্য
তাঁহার চরণ পুষ্প-কমলে
বদ্ধাঞ্জলিতে জানাই শ্রদ্ধাঞ্জলী হয়ে আনত
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
পরমেষ্ঠী- ব্রহ্মা বিষ্ণ শিব দীক্ষাগুরু
বদ্ধাঞ্জলি- দুই হাত যুক্ত করে রয়েছে এমন
পরশমণি - কাল্পনিক মণি বিশেষ যার স্পর্শে লোহা শোনায় পরিণত হয়
*************
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀
No comments:
Post a Comment