🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻
Shorol Mone ThakurKe
(5)**** //// তব শ্রীচরণে \\\\
Tobo SreeChorone *****
🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻
শ্রীশ্রী গুরুদেবের শ্রীচরণকমলে এই নিবেদন রাখি I মোর মনে যে মলিনতা আছে
করিও তাহা নির্র্মলীকৃত I দিও চৈতন্য I প্রেম- ভক্তি লয়ে হেসে ,খেলে,দিনগুলি
কাটিয়ে যেন চলে যেতে পারি পৃথিবী হতে হরিনাম সংকীর্তন করনে I
//// তব শ্রীচরণে \\\\
হে প্রভু! বাসনা কেবল একটি মম এই অন্তরে কভু বাধব বাসা তব শ্রীচরণেতে নিরিবিলিতে নির্জনে
পুষ্পকোমল চরণ তব রাখব প্রাণে ধারণ করে
ইহ প্রার্থিত! হয় যেন মম মন পবিত্র তব চরণ স্পর্শনে
পূজব আজিবন তব চরণ তুলসী বিল্যপত্র ও পুষ্পতে
ম্রক্ষণে আলতা করিব সুসজ্জিত ত্বম্ চরণ রাঙা রঙেতে
বিন্দু বিন্দু শিশির দিয়া মুছাইব তব শ্রীপদ্মপদ মন বিলাসে
ভোরের আলোতে লইব সদ্য ফোটা ফুল কুরায়ে সাজিতে
নিজেরে দিব বিলায়ে তব শ্রীচরণে ওই ফুল-গুচ্ছর সঙ্গতে
ব্র্রত রাখব নিশিদিশি থাকিবারে তব চরণ রাজত্যে
ব্রজন করিব তব চরণ-চন্দ্রভানু অস্টপ্রহর সানন্দে দেশে দেশে গাহিব তব শ্রীচরণ গুনগান ও খেতাব গৌরবে তব গৌর-চরণ সাজাইব সুরভিত নানান পুষ্প গহনাতে
প্রদক্ষিণ করিব ত্বম্ চরণ যুগল নিত্য অর্চনবন্দনে
হে প্রভু ! দিও বাঁধিয়া বাসা একটি তব চরণে জনমে মরণে I
প্রার্থিত - যাচিত
ম্রক্ষণ - মাখা
সাজি - পুষ্প চয়ন পাত্র
নিশিদিশি - রাত্রিদিন
ব্রজন - ভ্রমণ
চন্দ্রভানু - চাঁদসূর্য
খেতাব - সম্মানসূচক উপাধি
গৌর - স্বর্ণের ন্যায়
গহনা - অলঙ্কার
প্রদক্ষিণ - পরিক্রমণ
অর্চনবন্দন - পূজা
🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻
🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻🔺🔹🔸🔻
|
No comments:
Post a Comment