Shorol Mone ThakurKe 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
( 2 )
পরম পূজনীয় শ্রী শ্রী গুরুদেবের আবির্ভাব সম্পর্কে :-
( 2 )
পরম পূজনীয় শ্রী শ্রী গুরুদেবের আবির্ভাব সম্পর্কে :-
সন : Feb.4th 1950
পঞ্চতীর্থ - কাশীস্থ পাঁচটি প্রধান মন্দির
রঙদার - রঙ্গিন
🌺🐚কে এল কে এল 🐚🌷
হারে রে রে রে রব উঠেছে ঝিকিমিকি বেলায়
ভুবনমোহন নামের ডঙ্কা তাইতো বাজায়ে যাই II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
হও একত্র সবাই,এক খবর খাসা শোনাই
রাখো কান খাড়া তোমরা ও ভাই ও ভাই II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
হইল দৈব বাণী, জন্মিলেন রাজাধিরাজ
শ্রীরামপুরের হওয়ায় বহে তাই মাদলবাদ্য আজ II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
মাঠে, ঘাঠে, হাটে মহানন্দের ঝরনা ধারা
ঘন্টা কাঁসর ধ্বনিতে ধরণী পঞ্চতীর্থ রুপকথা II 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
বাজে বাঞ্চিত মঞ্জিস,গুঞ্জিত ভেঁপু সানাই
শ্রীপতি এলেন বলে নগর রঙদার সাজসজ্জায় II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
দেখিবারে জাগ্রত-দেবতা ঔৎসুক্য সকলজন ধায়
হেথায় হোথায় সর্বে উৎসবের হাঁক পাড়ে তাই II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
নতুন দিনের বকুল গন্ধে বাজে পূজার জয় ঢাক
আকাশ পারে ওই শোনা যায় উলুধ্বনি শাঁখ II 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
কমলাবালা-মায়ের কোলে শ্রীমান্ নারায়ণ-মহারাজ
পিতা হরিভূষণের দশা যেন আহ্লাদিত-দশেরা আজ II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
শ্রীহরির আবির্ভাবে পল্লী বাংলায় আনন্দ-লহরি শোনা যায় II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
অবতারের আবির্ভবনে জনমানাব ভ্যাবাচাকা-নির্বাক
এদিকওদিক চেয়ে যাচাই করেন ইনি দেবাত্মা নির্ঘাত! II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
একই অঙ্গে এলেন কৌশল্যাপুত্র-রাম যশদানন্দন-গোপাল
তাঁর শুভনাম প্রচারে দল বাঁধে কত কেউ নেপাল ভূপাল II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
জনপালের ভাগ্যবরাত খুলল ষোলোআনা
ষোড়শপচারে পুজার্চায় সবে ভাবেতে আহ্লাদিত আটখানা II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
ক্রমে ক্রমে জানাজানি, কানাকানিতে খ্যাতনামা
এবারে উড়ে এসে জুরে বসে বহু জনপ্রাণী জানা অজানা II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
চোখ জুড়ান রতনমণিরে করে চুম্বনেতে সাদর আহ্বান
করতালি দিয়ে বলে,এলেন এ যুগের শ্রীকৃষ্ণরাম II 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
অমৃতপুত্রর সঙ্গত আজ মহা মূল্যবান
মেতে ওঠে নেচে গেয়ে সবে স্ফূর্তিতে ডেড্যাংড্যাং II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
ঘরে ঘরে প্রদীপশিখা হয়ে উঠে দীপ্যমান
তুলসী তলায় হরির লুটে হয় তাঁরই গুনগান II 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 কোণে কোণে দিশিদিশি দীপান্বিতার আলোকচ্ছটা
বাঃ বাঃ সর্বত্রে ছেয়েছে দেখো আজ কেমন ঘটা II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 তাঁর মুখের মিষ্ট বাণীতে পদাবলী কীর্তন অবিশ্রাম
এলে ছুটে স্পর্শমণির পরশ পেতে ভক্তি-অভিলাষী প্রাণ II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 আগ্রহে কানপেতে সর্বে শোনে হরিনাম হয়ে ভাবেতে বিগলিত আগলায়ে তাহারা তাঁর চরণকমল-ধাম II 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 দীক্ষা সফলে শিষ্য পুলকিত পূর্ণ তাদের মনস্কাম প্রাজক মোদের দিলেন ঢেলে প্রাচুর্যডালা সঞ্চীয়মান II 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 তিনি সর্বংসহ,তাঁর কৃপা সর্বজনীন তাঁর মন্ত্র হরি ওম্
সাষ্টাঙ্গে তাঁর শ্রীচরণেতে করিনু নিজেরে সমর্পণ II
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
*************************
মাদল - একরকমের ঢোল |
রঙদার - রঙ্গিন
মনোনীত - বাঞ্চিত
খ্যাতনামা - বিখ্যাত
দিশিদিশি - দিকে দিকে
প্রাজক - সারথি
সর্বংসহ - সমস্ত সহ্য করতে অভস্থ
সর্বজনীন - সকলের হিতকারী
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷 🌺🐚🌸🍀🍁🍂🌹🍃🌷
No comments:
Post a Comment